Froud Alert BD

HALIMaaZ – বোরখা সাইজ ও মান নিয়ে প্রতারণার অভিযোগ

📅 রিপোর্টের তারিখ: ২৩ জুলাই ২০২৫

📝 রিপোর্টের বিস্তারিত:

ঈদের আগে HALIMaaZ পেজ থেকে আমার বোনের জন্য একটি বোরখা অর্ডার করেছিলাম। পার্সেলটি রাস্তায় দাঁড়িয়ে রিসিভ করি বলে পরে বাসায় এসে দেখি সাইজ ভুল – ৫২ লেখা থাকলেও বোরখাটি ৫০ সাইজের। পেইজে ভিডিও কলে দেখানোর পর তারা রিটার্ন নিতে রাজি হয় এবং কথা দেয় ৫৬ সাইজের ইনার পাঠাবে।

কিন্তু দুই মাস পর তারা যে পার্সেল পাঠায়, তাতে কোনো ইনার নেই এবং কটির সাইজও খাটো। আমি আবারও যোগাযোগ করলে তারা বাজে ব্যবহার শুরু করে এবং বলে “ওটাই অ্যাডজাস্ট করে পরে নিন”।

আমি ৫০০ টাকা রিফান্ড চাইলেও তারা কিছুই ফেরত দেয়নি। ডেলিভারি ম্যানের কলও রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপ কনভারসেশন দিয়ে প্রমাণ দেওয়া হয়েছে, কিন্তু সমাধান মেলেনি। বাধ্য হয়েই এখন কটিসহ বোরখাটি রেখে দিতে হয়েছে, যদিও মন থেকে চাইনি।

📌 স্ক্যামের ধরন:
পোশাকের ভুল সাইজ ও মান
🎯 প্ল্যাটফর্ম:
Facebook Page
📞 অভিযুক্ত নাম:
HALIMaaZ

🌐 ফেসবুক প্রোফাইল লিংক: facebook.com/profile.php?id=100089668337764

📱 ফোন নম্বর: 01888-194503

⚠️ সতর্কবার্তা:

অনলাইন কেনাকাটায় সঠিক সাইজ ও প্রোডাক্ট যাচাই ছাড়া কেউ অগ্রিম টাকা প্রদান করবেন না।

নতুন রিপোর্ট জমা দিন নিউজলেটার সাবস্ক্রাইব করুন
Scroll to Top