Froud Alert BD

Unique Collections Slippers Scam – Facebook Page Threat & Delay

📅 রিপোর্টের তারিখ: ২৩ জুলাই ২০২৫

📝 রিপোর্টের বিস্তারিত:

আমি ১৩ জুলাই এই ফেসবুক পেইজ থেকে ৩ সেট স্লিপার অর্ডার করি। প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও তারা কোনো পণ‍্য পাঠায়নি।

প্রথমে তারা বলেছিল, “গত সপ্তাহে পেয়ে যাবেন।” পরে বলে, “এই সপ্তাহে আসবে।” এরপর আবার বলে “custom office এ আটকে আছে।” অথচ অর্ডার করার সময় এমন কিছু বলেনি।

আমি যখন জিজ্ঞেস করলাম কেন বিলম্ব হচ্ছে, তখন তারা বলে “আমাদের নিয়মে লেখা আছে ৭–৯ দিন লাগবে” — অথচ তাদের নিয়মে এমন কিছু লেখা নেই।

পরে আমি অভিযোগ জানালে, তারা বলে “জুতা দিবো না, টাকা ফেরতও দিবো না” — কারণ আমি নাকি “polite না”। এরকম ব্যবহারের পর তো আমিই প্রতারিত হলাম!

এরপর আমাকে হুমকি দেওয়া হয় — “যা করার করো।” এমনকি পেইজে কমেন্ট করার অপশন বন্ধ করে দিয়েছে যেন কেউ কিছু লিখতে না পারে।

দয়া করে সবাই সতর্ক থাকুন এবং নিচের লিংকে গিয়ে রিপোর্ট করুন যেন অন্যরা এমন প্রতারণার শিকার না হন।

📌 স্ক্যামের ধরন:
অর্ডার নিয়ে জুতা না দেওয়া, হুমকি ও প্রতারণা
🎯 প্ল্যাটফর্ম:
Facebook Page
📞 অভিযুক্ত নাম:
Aster Lifestyle
Proof 1 Proof 2 Proof 3 Proof 4

⚠️ সতর্কবার্তা:

হুমকি ও কমেন্ট অপশন বন্ধ করে প্রতারণার অভিযোগ রয়েছে। পেইজটি রিপোর্ট করুন এবং অন্যদের সতর্ক করুন।

🌐 ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/share/1AvhvjTPcX/

নতুন রিপোর্ট জমা দিন নিউজলেটার সাবস্ক্রাইব করুন
Scroll to Top