Unique Collections – একাধিক গ্রাহকের টাকা নিয়ে প্রতারণা
📅 রিপোর্টের তারিখ: ২৩ জুলাই ২০২৫
📝 রিপোর্টের বিস্তারিত:
আমি Unique Collections পেইজ থেকে ১৮ জুন একটি স্যান্ডেল অর্ডার করি। তখন বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যেই প্রোডাক্ট দিয়ে দেবে। আমি অগ্রিম টাকা প্রদান করি। কিন্তু ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পণ্য পাইনি।
যখন বলি “ফ্রড গ্রুপে রিপোর্ট দিবো”, তখন আমাকে হুমকি দেয় এবং ব্লক করে দেয়! শুধু আমি না — অনেকেই একই অভিজ্ঞতার ভুক্তভোগী।
দয়া করে সবাই সাবধান থাকুন এবং রিপোর্ট করুন যেন অন্যরা প্রতারিত না হয়।
📌 স্ক্যামের ধরন:
অগ্রিম টাকা নিয়ে পণ্য না পাঠানো
অগ্রিম টাকা নিয়ে পণ্য না পাঠানো
🎯 প্ল্যাটফর্ম:
Facebook Page
Facebook Page
📞 অভিযুক্ত নাম:
Unique Collections
Unique Collections




⚠️ সতর্কবার্তা:
গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এই পেইজে কমেন্ট অপশন বন্ধ এবং গ্রাহককে ব্লক করার মতো আচরণ করা হয়েছে। সবাই সাবধান থাকুন।
🌐 ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/share/1AvhvjTPcX/